সামসুর রহমান (শুভ).প্রতিনিধি বরিশাল বিভাগ,
খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই শ্লোগান কে সামনে রেখে, তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সাইফুদ্দিন সবুজ আজ সোনাপুর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদের মাজে দুই সেট (২৪) টি জার্সি +(২৪)টি পেন্ট উপহার দিয়েছেন, জার্সি+পেন্ট, হাতে পেয়ে অত প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা সভাপতি সাইফুদ্দিন সবুজ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জার্সি + পেন্ট,দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বিন্দু, তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক, নকিব হোসেন, সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারন সম্পাদক, শোভন মাহমুদ, ও তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগ এর পরিশ্রমী ছাত্রনেতা, সামসুর রহমান (শুভ) সহ অত বিদ্যালয়ের ছাত্ররা।