আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
আপনারা অবগত আছেন যে,র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ বিভিন্ন সময় এজাহারনামীয় আসামী ও তদন্তেপ্রাপ্ত,সাজাপ্রাপ্ত, গুরুত্বপূর্ন মামলার আসামীর বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ মূল প্রতারক ও সহযোগী আসামী গ্রেফতার করে থাকে। এরই ধারাবাহিকতায় RAB -০৫, এর সদর কোম্পানির আভিযানিক দল গোয়ে ন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,শাহমখদুম থানাস্থ বড়বনগ্রাম বাগানপাড়া দিয়ে মোটরসাইকেল এ করে ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়া হবে।উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানিক দল শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানবাপাড়ায় চেকপোস্ট বসি য়ে যানবাহন তল্লাশি শুরু করে।
চেকপোস্টে তল্লাশি করাকালীন অদ্য ০৬/০৩/২৩ ইং দুপুর ১৩.৩০ ঘটিকায় উক্ত স্থানে ১টি নীল রংয়ের Apache মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে মো টরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫(পঁচা শি) বোতল ফেন্সিডিল পাওয়া যায় ও উক্ত মোটরসা ইকেল চালক আসমাী ১। কলম (২৮) পিতা- নুর ইস লাম,সাং- ধানিয়ালগাছি,থানা- শিবগঞ্জ,জেলা- চাপা ইনবাবগঞ্জ,ও আরোহী আসামী ২। শাহেনশাহ সম্রাট (২৬) পিতা- মোঃ জিল্লুর রহমান,সাং- বড়বন গ্রাম বাড়ালিপাড়া,থানা- শাহমখদুম, জেলা- রাজশা হী মহানগরদ্বয়কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃত আসামীদ্বয় প্রাপ্ত ফেন্সিডিল বিক্র য়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।উক্ত আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করা হয়েছে।