January 25, 2025, 3:31 pm
শিরোনামঃ
বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার শাহজাদপুরের নুকালী হাই স্কুল মাঠে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নেই ৫ আগষ্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে” বললেন আসাদুজ্জামান কামাল ফ্রেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী পালিত লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা, নজীরবিহীন বন উজাড় নিউমার্কেট থানা গেইটে আসামি মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ছয়জন গ্রেফতার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

আপনারা অবগত আছেন যে,র‌্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় এজাহারনামীয় আসামী ও তদন্তেপ্রাপ্ত,সাজাপ্রাপ্ত, গুরুত্বপূর্ন মামলার আসামীর বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ মূল প্রতারক ও সহযোগী আসামী গ্রেফতার করে থাকে। এরই ধারাবাহিকতায় RAB -০৫, এর সদর কোম্পানির আভিযানিক দল গোয়ে ন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,শাহমখদুম থানাস্থ বড়বনগ্রাম বাগানপাড়া দিয়ে মোটরসাইকেল এ করে ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়া হবে।উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত অভিযানিক দল শাহমখদুম থানার বড়বনগ্রাম বাগানবাপাড়ায় চেকপোস্ট বসি য়ে যানবাহন তল্লাশি শুরু করে।

চেকপোস্টে তল্লাশি করাকালীন অদ্য ০৬/০৩/২৩ ইং দুপুর ১৩.৩০ ঘটিকায় উক্ত স্থানে ১টি নীল রংয়ের Apache মোটরসাইকেল থামিয়ে তল্লাশি কালে মো টরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫(পঁচা শি) বোতল ফেন্সিডিল পাওয়া যায় ও উক্ত মোটরসা ইকেল চালক আসমাী ১। কলম (২৮) পিতা- নুর ইস লাম,সাং- ধানিয়ালগাছি,থানা- শিবগঞ্জ,জেলা- চাপা ইনবাবগঞ্জ,ও আরোহী আসামী ২। শাহেনশাহ সম্রাট (২৬) পিতা- মোঃ জিল্লুর রহমান,সাং- বড়বন গ্রাম বাড়ালিপাড়া,থানা- শাহমখদুম, জেলা- রাজশা হী মহানগরদ্বয়কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃত আসামীদ্বয় প্রাপ্ত ফেন্সিডিল বিক্র য়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো মর্মে স্বীকার করে।উক্ত আসামীদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মামলা রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST