প্রথম বাংলা – বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো-নুর ইসলাম ও আবু বরকত মিশকাত। এসময় তাদের হেফাজত থেকে ৪টি আইফোন,৩৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার উদ্ধার করা হয়।
রবিবার (২ এপ্রিল ২০২৩) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম।
তিনি বলেন, কলাবাগানের একটি বাসা থেকে গত ২৭ মার্চ ভোরে বিভিন্ন ব্র্যান্ডের ৩৮টি মোবাইল, ৪টি আইফোন ও ল্যাপটপসহসহ নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা চুরি হয়।যার সর্বমোট চোরাইমূল্য ৫ লক্ষ ৬১ হাজার টাকা এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় মামলা করেন।এরপর কলাবা গান থানার একটি টিম চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুত্তির সহায়তায় চুরির ঘটনা য় সরাসরি জড়িত চোরদের শনাক্ত করা হয়। এরপর ২৯ মার্চ ২০২৩ থেকে ৩১মার্চ ২০২৩ পযর্ন্ত ধারাবাহিক অভিযা ন চালিয়ে রাজধানী ঢাকা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা করা হয়। এ ঘটনা য় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যা হত আছে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পরের যোগসাজসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপায়ে মোবাই ল,ল্যাপটপ চুরি করে তাদের অন্যান্য সহযোগিদের মাধ্য মে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে।জিজ্ঞাসাবাদে গ্রেফ তারকৃতরা আরোও জানায়,তারা চোরাই মোবাইল ফোনগু লোর আইএমআই নম্বর পরিবর্তন করে এবং মোবাইল ফো নের বিভিন্ন যন্ত্রাংশ খুলে স্বল্পমূল্যে অন্যত্র বিক্রি করে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ বিপিএম,পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ এর দিক নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।