May 20, 2024, 4:56 pm
শিরোনামঃ
পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম – আইজিপি ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট পড়ানোর নামে স্কুল ছাত্রদের সাথে বিকৃত যৌনাচার; শিক্ষক গ্রেফতার- সিআইডি মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর আচরণ বিধি লঙ্ঘনই মোটরসাইকেল মার্কার প্রচারণার কৌশল পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে – আইজিপি ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২০ জন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় সুদের টাকা আদায়ের কৌশলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর উপর মানসিক নির্যাতন

Reporter Name

লাভলী আক্তার (নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌর শহরে র শান্তিবাগের বাসিন্দা ও এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী বিজন কুমার এস এর কাছ থেকে সুদের টাকা আদায়ে অভিনব কৌশল অবলম্বন করে গড়াডোবা আব্দুল হামি দ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ”গত মঙ্গলবার (৩০ এপ্রিল) কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ছুটির সময়ে একই প্রতিষ্ঠানে পড়ুয়া মোঃ হারুন অর রশিদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী কর্তৃক বিজন কুমার এস এর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী পূজা রাণী এস (১২) মানসিক নির্যাতনের শিকার হয়ে দু’দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বুধবার (১ মে)দুপুরে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে শিশুটিকে দেখতে যান কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদককিশো র কুমার শর্মাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ,কথা হয় পূজা রাণী এস ও তাঁর মা সুইটি রাণী এস এর সাথে,পূজা রাণী এস বলেন, হারুনের মেয়ে আমাকে যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করে,এমনকি সিঁড়ি থেকে ধাক্কাদিয়ে ফেলে দিতে চাইলে দৌঁড়ে চলে আসি।কারণ হিসেবে উল্লেখ করে আমার বাবা তোর বাবার কাছে টাকা পায় এ গুলো না দিলে শান্তিতে থাকতে পারবে না।

সুইটি রাণী এসবলেন,আমার বাচ্চাকে নিয়ে ভীষণভয়ে আছি হারন সাব সুদের টাকার জন্যে বাচ্চাদের ব্যবহার করছে।এর আগেও হারুন ও তাঁর লোকজন সুদের টা কা আদায়ের নামে দোকানে এসে আমার ছেলেকেমার ধর করে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের কাছে গেলে তিনি জিডি নেন নি।

গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্র ধান শিক্ষক বলেন,আমি বিষয়টি সম্পর্কে অবগত নই । তবে বিজন কুমার এস এর পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো।আমার কাছ থেকে প্রায় একুশ লাখ টাকা নিয়েছিলো কিন্তু সেটা সঠিক সময়েপরিশো ধ না করে তালবাহানা শুরু করে।

এ দিকে বিজন কুমার এস এর সাথে কথা হলে তিনি জানান, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রতি মাসে সুদসহ চল্লিশ হাজার করে টাকা পরিশোধ করে আসছি।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব বলেন,পূজা রাণী এস মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছে।আমি গতকাল রাতে বিষয়টি কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হককে জানিয়েছি।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা) বলেন,এ বিষয়ে আমার কিছু করার নেইসুইটি রাণী এস এর জিডি না নেওয়া প্রসঙ্গে বলেন,আমি এখনো জিডি নেবো না একজন টাকা পাবে সে চাইতেই পারে

উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের কর্ত ব্যরত ডাক্তার চিকিৎসাধীন পূজা রাণী এস সম্পর্কে বলেন,সে অতিরিক্ত পরিমাণে ভয় পেয়ে অসুস্থ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page