May 20, 2024, 3:28 pm
শিরোনামঃ
পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম – আইজিপি ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট পড়ানোর নামে স্কুল ছাত্রদের সাথে বিকৃত যৌনাচার; শিক্ষক গ্রেফতার- সিআইডি মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর আচরণ বিধি লঙ্ঘনই মোটরসাইকেল মার্কার প্রচারণার কৌশল পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে – আইজিপি ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২০ জন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর মুক্তিযোদ্ধা তমজিদ উদ্দীন ভূঞার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেন

Reporter Name

লাভলী আক্তার”(নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ)

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার অন্যতম বীর মুক্তি যোদ্ধা ও বহুবিধ গুণে গুণান্বিত প্রয়াত তমজিদ উদ্দীন ভূঁইয়া”২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩-এপ্রিল) বাদ জুম্মা পারিবারিক আয়োজনে উপজেলার মাসকা ইউ নিয়নের রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম তমজিদ উদ্দীন ভূঞা’র জন্ম ১৯৪৬ সালে, মৃত্যু ৪ মে ২০০২ খ্রিস্টাব্দ”ছাপ্পান্ন বছরের ক্ষীণায়ু জীবনে সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে ছিলো তাঁর অবাধ বিচরণজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে ক্যারিয়ারের বৃহদাংশ ব্যয় করেন আওয়ামী রাজনীতি ও সাধারণ মানুষের হিত-কল্যাণে।

১৯৭০ সালে তিনি উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাতাসভা পতি হোন ও ছাত্রলীগকে মুক্তিযুদ্ধের ভাবাদর্শে গড়ে তোলেন অক্লান্ত পরিশ্রমে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ও তৎপরবর্তী সময়ে উপজেলা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সর্বজন শ্রদ্ধেয় তমজিদ উদ্দীন ভূঞা”এছাড়াও এই বীর মুক্তিযোদ্ধা ৭নং মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন শি ক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্মানি ত সদস্য,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ক,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

‘কীর্তিমানের মৃত্যু নেই’সময়ের এই সূর্য সন্তান ওপ্রয়াত তমজিদ উদ্দীন ভূঁইয়া”স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরমে য়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ক সুলতানা পারভীন পপি বলেন,জন্মের পর বাবাকে দেখেছি একজন সমাজ সেবক,পুরো দস্তর রাজনীতি বিদ ও শিক্ষানুরাগী হিসেবে আমি বাবার আদর্শকে বু কে লালন করেই এগিয়ে যাচ্ছি সুন্দর আগামীর পথে।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব যিনি কিনা প্রয়াত তমজিদ উদ্দীন ভূঁইয়া”কে তৎকালীন ছাত্রলীগ ও যুবলীগের আইকন মনে করেন।আজকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে যাঁরা স্বমহিমা য় অধিষ্ঠিত তাদের অধিকাংশই তাঁর হাতে গড়া।

যেমনঃ এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া আসাদুল হক ভূঁইয়া”কামরুল হাসান ভূঁইয়া”এমনকি বিএনপি’র (তৎ কালীন ছাত্রলীগ নেতা) দেলোয়ার হোসেন ভূঁইয়া (দুলা ল) সবাই তাঁর দীক্ষা গ্রহণ করেন।হাদিস উদ্দিন চৌধুরী ও ডাঃ সৈয়দ আব্দুল খালেকের পর আওয়ামী রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি”বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া”তমজিদ উদ্দীন ভূঁইয়া”স্মৃতিচারণ করে বলেন,প্রয়াত তমজিদ উদ্দীন ভূঁইয়া”উপজেলা ছাত্রলীগ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগে সুদৃঢ় নেতৃত্ব দিয়েছিলেন।তাঁর সম্মানে কেন্দুয়ায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page