May 20, 2024, 2:20 pm
শিরোনামঃ
পুলিশ যথাযথভাবে নির্বাচনী দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম – আইজিপি ডিবি পুলিশের অভিযানে ময়মনসিংহে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার প্রাইভেট পড়ানোর নামে স্কুল ছাত্রদের সাথে বিকৃত যৌনাচার; শিক্ষক গ্রেফতার- সিআইডি মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ ওএমএস–এ গাফলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর আচরণ বিধি লঙ্ঘনই মোটরসাইকেল মার্কার প্রচারণার কৌশল পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে – আইজিপি ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২০ জন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের এক সদস্য গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ খালেক হাওলাদার ওরফে সাগর আহম্মেদ। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।আজ বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে ডিবি কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) বলেন, গত মাসে তুরাগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তুরাগ থানায় মামলা রুজু হয়। মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, মোটরসাইকেল চোর নারায়ণগঞ্জ জেলায় অবস্থান করছে। এরপর গোয়েন্দা পুলিশ চোরের অবস্থান সনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন,গ্রেফতার খালেক গত ১৫ বছরে এক হাজার মোটরসাইকেল ঢাকা থেকে চুরি করেছে। চোরাই মোটরসাইকেলগুলো চাঁদপুর, নোয়াখালী ও মুন্সি গঞ্জ জেলায় নিয়ে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি থানার পূর্ব বাজারের একটি গ্যারেজ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণীঃ১। রেজিষ্ট্রে শন নম্বরবিহীন চ্যাসিস ন. – MD625BF49G1A 01521, ইঞ্জিন ন.- অস্পষ্ট (কালো রঙের টিভিএস) ২। ঢাকা মেট্রো ল-২১-৫৫৫২,চ্যাসিস ন. – MD2A1 10Z0CCD43649,ইঞ্জিন ন.-DHZ0CC40804 (লাল-কালো রঙের পালসার)৩। ঢাকা মেট্রো ল-১১ -৩৭৬৫৯,চ্যাসিস ন.-MD2A92CY5 JCM8 3227, ইঞ্জিন ন.-JEYCJM19614 ( ছাই রঙের পালসার)

৪। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-PS637AE 7XL6A18144, ইঞ্জিন ন.-AE7AK20N3936 (এপাচি আরটিআর)৫। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-ME1RG421AH0025751, ইঞ্জিন ন.-J3H7E0030079 (কালো রঙের ইয়ামাহা FZ)৬। ঢাকা মেট্রো ল-১৯-০৭২১, চ্যাসিস ন.-ME145S0 76B2008418, ইঞ্জিন ন.-45S7008400 (লাল রঙের ইয়ামাহা FZ)৭। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-TSUA15AY21TB08571, ইঞ্জিন ন.-JBZWKJ10188 (লাল রঙের ডিসকভার)

৮। কুমিল্লা ল-১১-৫৫০৩, চ্যাসিস ন.-MD624HC13 D2H30023, ইঞ্জিন ন.-C1L3076754 (লাল-কালো রঙের এপাচি আরটিআর)৯। ঢাকা মেট্রো ল-১৯-৩৩৬৬, চ্যাসিস ন.-MD2DHDHZZU0 L62035, ইঞ্জিন ন.-DHJBUL28786 (লাল রঙের পালসার)১০। ঢাকা মেট্রো ল-১৯-৭০৬৪, চ্যাসিস ন.-ME145S079B201804, ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ইয়ামাহা ফেজার)১১। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ন.-MD2A14AZ6DWB89081, ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ডিসকভার)১২। রেজিষ্ট্রেশন নম্বরবিহীন চ্যাসিস ও ইঞ্জিন ন.-অস্পষ্ট (কালো রঙের ইয়ামাহা FZ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page