March 15, 2025, 6:07 pm
শিরোনামঃ
বাকলিয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির চেষ্টাকালে ০৪ জন ডাকাত গ্রেফতার যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান ০৬-১৩ মার্চ টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক সার্জেন্টদের তাৎক্ষণিক তাৎপরতায় সাতরাস্তা ক্রসিংয়ে নগদ এক লক্ষ টাকা সহ ০৩ জন ছিনতাইকারী আটক খুলনা তেরখাদায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ আটক ময়মনসিংহ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডিএমপি কর্তৃক গুলশান-২ এলাকায় অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষীপুরের মেঘনার ভাঙনে সোনাপুর রামগতি আঞ্চলিক সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন খুবই সংকটে পড়েছে সাধারণ জনগণ

Reporter Name

লক্ষ্মীপুরের রামগতিতে প্রমত্ত মেঘনার ভাঙনে সোনাপুর রামগ তি আঞ্চলিক সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার চরআলগী ইউনিয়নে ও সড়কের কালভার্ট ভেঙে দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়তকারী সাধারন মানুষ।

শনিবার (১১ আগষ্ট) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,গত বৃহস্পতিবার মেঘনা নদীর জোয়ারের তীব্র স্রোতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টটির একটি অংশ ও দুপাশের প্রায় ১০ মিটার ধসে পড়ে। এতে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরদিন ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেন।কিন্তু প্রতিদিন দুবারের জোয়ার ও তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে জিও সহ বেশ কিছু সংস্কার সরঞ্জাম আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দীন, আবদুর রহমান সহ অন্যান্যরা জানান, মেঘনা নদীর জোয়ারের প্রবল স্রোতে আলেকজান্ডার-সোনাপুর সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় চলাচল বন্ধ রয়েছে। এখন বাড়তি পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা ঘুরে কর্মস্থলে যেতে হয়েছে। বেশি অসুবিধায় পড়ছে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসা রোগীরা। এছাড়া সড়কে প্রায় সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ দেখা গেছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও কালভার্টটি সংস্কারে কাজ করবে। ক্ষতিগ্রস্ত স্থানে বিকল্প হিসেবে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কালভার্ট-সড়ক নিয়ে কাজ করা হচ্ছে। একটি বেইলি ব্রিজ এনে দ্রুত সেখানে স্থাপন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST