লক্ষ্মীপুরের রামগতিতে প্রমত্ত মেঘনার ভাঙনে সোনাপুর রামগ তি আঞ্চলিক সড়কে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার চরআলগী ইউনিয়নে ও সড়কের কালভার্ট ভেঙে দুর্ভোগে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়তকারী সাধারন মানুষ।
শনিবার (১১ আগষ্ট) স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,গত বৃহস্পতিবার মেঘনা নদীর জোয়ারের তীব্র স্রোতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টটির একটি অংশ ও দুপাশের প্রায় ১০ মিটার ধসে পড়ে। এতে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরদিন ১০-১২ জন শ্রমিক সংস্কারের কাজ শুরু করেন।কিন্তু প্রতিদিন দুবারের জোয়ার ও তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ইতোমধ্যে জিও সহ বেশ কিছু সংস্কার সরঞ্জাম আনা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দীন, আবদুর রহমান সহ অন্যান্যরা জানান, মেঘনা নদীর জোয়ারের প্রবল স্রোতে আলেকজান্ডার-সোনাপুর সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় চলাচল বন্ধ রয়েছে। এখন বাড়তি পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা ঘুরে কর্মস্থলে যেতে হয়েছে। বেশি অসুবিধায় পড়ছে রামগতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসা রোগীরা। এছাড়া সড়কে প্রায় সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ দেখা গেছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়ক ও কালভার্টটি সংস্কারে কাজ করবে। ক্ষতিগ্রস্ত স্থানে বিকল্প হিসেবে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কালভার্ট-সড়ক নিয়ে কাজ করা হচ্ছে। একটি বেইলি ব্রিজ এনে দ্রুত সেখানে স্থাপন করা হবে।