May 13, 2024, 12:26 am
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময় জন-দুর্ভোগ চরমে-“মাতারবাড়ী সংযোগ সড়কে রানিং বিল নিয়ে ঠিকাদার লাপাত্তা: কাস্টমসে তোলপাড় গোয়েন্দার আটকে দেওয়া মার্সিডিজ গোপনে খালাস দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ পুলিশ সুপার কাল বৈশাখী ঝড়ে ভেঙে গেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কাবিটার ৬৫ লাখ টাকা আত্মসাৎ দুদকের মামলা ধান ও চালের মানে আপস করা হবে না – খাদ্যমন্ত্রী উপজেলা নির্বাচনী মাঠে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলুর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছা উপজেলা পিআইও সহকারীর বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুতে রহস্যের গন্ধ, কড়া তদন্তের নির্দেশ দিলেন শেখ সেলিম (এম,পি)

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধি:

বাবু রঞ্জিত কুমার গামার শরিরের ক্ষতচিহ্ন দেখে সন্দে হ জনক বলে মনে করছেন গোপালগঞ্জের নয়নেরমনি জননেতা শেখ ফজলুল করিম সেলিম এম.পি।তিনি গোপালগঞ্জের মান্যবর জেলা প্রশাসক ও মর্গে উপস্থি ত থাকা পুলিশ সুপারকে ব্যপারটি সিসি টিভি ফুটেজ দেখে গভীর তদন্ত করে মূল ব্যপারটি বের করার নির্দে শ দেন।বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুর সংবাদ শুনেতি নি ও তার ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক যুব সমাজের অহংকার ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে সাথে নিয়ে সকাল ১০ট ৩০ মিনিটে হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের লোকজনদের সমবেদনা জানান।

সেই সাথে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ,থানা আ ওয়ামী লীগ,পৌর আওয়ামীলীগ,যুবলীগ,জেলা ছাত্রলী গ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।গোপাল গঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,গোপাল গ ঞ্জ জেলা উকিলবারের সিনিয়র এ্যাডভোকেট,

পাবলিক প্রশিকিউটার,গোপালগঞ্জ শেখ ফজলুল করি ম সেলিম “ল” কলেজের অধ্যক্ষ বাবু রঞ্জিত কুমার গা মা গতকাল বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সড়ক দূর্ঘট নার শিকার হন।পরে তাকে গোপালগঞ্জ সদরহাসপাতা লের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্য রত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন।ঢাকাযাওয়া র পথে তার অবস্থার অবনতি হলে কাশিয়ানী স্বাস্থ্যকম প্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে গোপালগঞ্জ আওয়ামী পরিবার ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যপারে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকএম,জুলকদ র রহমান বলেন, বাবু রঞ্জিত কুমার বাবুকে আহত অব স্থায় পাওয়া যায়, তবে মৃত্যুটা স্বাভিক নয়।এ ব্যপারে তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি।

বাবু রঞ্জিত কুমার গামার মৃত্যুটা স্বাভিক ভাবে মেনে নি তে পারছেনা গোপালগঞ্জের নেতাকর্মী ও আইনজীবী সমাজ তারা তার মৃত্যু প্রকৃত কারন বের করে দোষিদে র সাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page