October 10, 2025, 6:40 am
শিরোনামঃ
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদাবাজদের হামলায় আহত নরসিংদীর মাধবদী কান্দাপাড়ায় ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার রাতের আঁধারে কৃষকের লটকন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা রংপুর বিভাগে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা: তরুণরা হতে পারে চমক *সেনাবাহিনীকে ঘিরে ষড়যন্ত্র, পাহাড়ে অশান্তির পেছনে জামায়াত-শিবির* তামাক আইন বাস্তবায়নে ঢাকা বিভাগীয় টাস্কফোর্স কমিটি ২০২৫–২০২৬ অর্থ বছরের প্রথম ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত শিবপুরের দুলালপুর ইউনিয়ন বিএনপির জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার পূজায় নাশকতা চেষ্টার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে : র‍্যাব মহাপরিচালক পুজায় সন্তোষজনক নিরাপত্তা, আসন্ন নির্বাচনে সমন্বিত নিরাপত্তার গ্রীন সিগন্যাল: আনসার-ভিডিপি মহাপরিচালক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোমবার ২৯ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০) ২। ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: আবু সাইদ (৪২) ৩। জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭) ৪। রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (৪৮) ৫। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০) ৬। ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা (৩৭) ও ৭। রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো: সাগর হাসান (৩২) ।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।

অন্যদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। একই রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় দারুস সালাম থানা এলাকা থেকে মোঃ কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST