প্রথম বাংলা – গত ০৬/০৯/২০২৩ তারিখ ভিকটিম আফ রিন দীনা (১৪) কাপড় কিনার জন্য নান্দাইল বাজারে যাও য়ার পথে নান্দাইল থানাধীন নান্দাইল ভুমি অফিস সংলগ্ন মায়বনের সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই অপহর ণকারীরা জোর পূর্বক অপহরণ করিয়া মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে চলে যায়। এই সংক্রান্তে বাদী প্রথমে নান্দাই ল মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন এবংপরবর্তী থানায় অভিযোগ করলে নান্দাইল থানার মামলা নং-১২, তা রিখ-০৯/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার সাথে সাথে ময়মনসিংহ জেলার মা ন্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে ডিবি’র টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনায়জড়ি ত এজাহার নামীয় ০১ নং আসামী মোঃ ফাহিম আহম্মেদ ( ১৯),পিতা-মৃতঃ সিরাজুল ইসলাম,সাং-আচারগাঁও
নাথপাড়া থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহকে ইং ০৯/০৯ /২০২৩ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া দক্ষিণ খন্ড সাকিনে আমান টেক্সটা ইল এর পিছন হতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ভিকটিম আফরিন দীনা (১৪) কে উদ্ধার করা হয় আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।