March 27, 2025, 1:56 pm
শিরোনামঃ
নতুন রেঞ্জ ডিআইজিকে সিও, র‍্যাব-১৪ এর ফুলেল শুভেচ্ছা  ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও পিকআপসহ মাদক কারবারি দেলোয়ারকে গ্রেফতার ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ; ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম, নগদ টাকাসহ সংঘবদ্ধ দলের ছয় সদস্যকে গ্রেফতার সাতক্ষীরায় বোরোধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা ভুক্তভোগী কৃষক অন্যরা আতংকিত লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে র বীর শহিদদের প্রতি পুনাক সভানেত্রীর শ্রদ্ধা নিবেদন তেরখাদা থানা পুলিশের অভিযানে কয়েকটি মামলার আসামী আটক গ্রেফতার।(১১)
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসহায় নারীর উপর কিশোর গ্যাং এর বারবার হামলা

Reporter Name

মোঃ মাসুদ আলম সাগর ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগঃ
চট্টগ্রাম নগরীর,পাহাড়তলী থানাধীন,দক্ষিণ কাট্টলী আব্দুর পাড়া,রাজা মিয়া মেম্বারের বাড়ির,আইনা বেগম,স্বামী নূর হোসেন এর উপর কিশোর গ্যাং এর অতর্কিত হামলা,অভিযোগ উঠেছে,গত ৬ অক্টোবর ২০২২ ইং তারিখে সময় অনুমান দুপুর ১২: ঘটিকায় আইনা বেগমের বাসা থেকে তাহার অটোরিকশা বিক্রির ২ লক্ষ ২০ হাজার টাকা ও এক ভরি ওজনে র স্বর্ণের চেইন,চার আনা ওজনের একজোড়া কানের দুল,তাহার বাশার আলমারি থেকে চুরি হয়ে যায়।

অভিযোগকারীর অভিযোগ মতে ঐ দিন তাহা র বাসায় বড় বোনের মেয়ে ও মেয়ের স্বামী অতিথি হিসেবে উক্ত বাসায় ছিল,তারাই দুজনে আলমারি খুলে উক্ত টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। এর পর আইনা বেগম ঘরে এসে দেখে তাহার আলমারিতে টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই নেই,তখন হাউ মাউ করে কানতে শুরু করে। তৎক্ষণাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় অভিযোগ দায়ের করে, কিন্তু কোন সূরাহ না পাওয়ার কারণে,চট্টগ্রাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে,একটি সি আর মামলা দায়ের করেন,মামলা নং ৬৩৯/২২ তারিখ ৩১ অক্টোবর ২০২২ উক্ত মামলা কে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সহ মহিউদ্দিন,ইমন,

নয়ন,নাজমা উভয়ের পিতা ইব্রাহিম প্রকাশ বাচামি য়া এরা আয়না বেগমের বাসায় গিয়ে তাহার উপর অতর্কিত হামলা,ঘরের ফার্নিচার ভাঙচুর এবং মাম লা তুলে না নিলে জানে মেরে ফেলার হুমকি দেয়। তখন আয়না বেগম পাহাড়তলী থানায় ৮ নভেম্বর ২০২২ ইং একটি সাধারন ডাইরি করেন। যাহার জিডি নং ৪৭৯ পাহাড়তলী থানা থেকে দুই বারের মত অভিযোগকারীর বাড়িতে তজন্ত করেন কিন্তু তদন্তের পর কোন আসামী গ্রেফতার হয়নি।

এবং স্বর্ণ অলংকার ও টাকা পয়সার কোনো হদিশ পাওয়া যায়নি। পুনরায় মামলার জের ধরে কিশোর গ্যাং লিডার ও পূর্বের নামধারী ৪ জন আসামি সহ গত ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে আয়না বেগমে র বাসায় ভাঙচুর ও মারধর করে,মামলা তুলে না নিলে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার অফিস থেকে মুঠোফোনে ইমনমহি উদ্দিন,নয়ন,নাজমা বেগমকে বারবার ফোন করে পাওয়া যায়নি,

এ বিষয়ে সততা যাচাইয়ের জন্য চট্টগ্রাম সিটি কর্পো রেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসে নের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান এই অভিযোগ আমার কাছে এসেছে,আসামিদের বারবার নোটিশ করে পাওয়া যায়নি তাই কোন সমা ধান করতে পারেনি।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইল, তিনি বলেন, উক্ত অভিযোগের বিষয়ে আমি জানিনা ,তবে থানায় এসে জিডি করতে বলেন আমরা ব্যব স্থা নেব। তাই প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি ভুক্তভোগীর আকুল আবেদন,তিনি স্বামী সন্তান নিয়ে বাঁচতে চান ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST