মোঃ খাইরুল ইসলাম মুন্না
বেতাগীতে গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ,বাংলাদেশ (সিআই পিআ রবি)‘র ভাসা প্রকল্পের আওতায় বরিশাল অঞ্চলে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সকাল ১১ টায় উপ জেলার বেতাগী পৌরসভা ও সদর ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল আঁচল শিশুদের বার্ষিক প্রতিযো গিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান।
বেতাগী পৌরস ভার মেয়র আলহাজ্ব এবিএম গোলা ম কবিরের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন,যুদ্ধকালীণ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব,মুক্তিযোদ্ধা রেজাউল করীম ফারুক,প্রকল্পের ফিল্ডটিম ম্যানেজার মোতাহের হোসেন,পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান, কামাল হোসেন পল্টু, কাউন্সিলর প্রভাষক রমেন চন্দ্র দেবনাথ, মহিলা কাউন্সিলর রীনা বেগম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন,
প্রকল্পের আঞ্চলিক সন্বয়কারী রজত জ্যোতি সেন। এতে বেতাগী পৌরসভা ও সদর ইউনিয়নের ২৬ টি আঁচল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।২৬টি আঁচ লের বিজয়ী ও সকল শিশুদের পুরুস্কার হাতে তুলে দেওয়া হয়। এ সময় শীতে আঁচল শিশুদের জন্য পৌরসভার পক্ষ থেকে কম্বল প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়।
প্রতিযোগিতায় এক পর্যায়ে বিশেষ চাহিদা সসম্পন্ন শিশু মুয়াজ এর উপস্থাপনায় সম্মানিত মেয়র সহ অতিথিবৃন্দ মুগ্ধ হোন। সম্মানিত মেয়র তার বক্তৃবে বার বার মুয়াজের উদাহারণ দিয়ে উপস্থিত সকলকে আঁচলের উপকারীতা ও গুরুত্ব অনুধাবন করতে বলেন