মৃত্য এক অনিবার্য সত্য।
দুনিয়াতে সব সমস্যার সমাধান সম্ভব হলেও মৃত্যু থেকে বাঁচতে চাওয়ার কোন সমাধান নেই।
নিদৃষ্ট সময় যখন চলে আসে তখন চোখের পলক পড়ার আগেই মৃত্যু সংঘটিত হবে।
মৃত্যুর মাধ্যমেই দুনিয়ায় জীবনের সমাপনী আসে এবং আখেরাতের অনন্ত অসীম জীবনের সূচনা হয়।
মুমিনের জন্য মৃত্যু সব সময় স্বস্তিকর ও কল্যাণ জনক।
তবে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ’র রাসূল (সা.) পানাহ চেয়ে দোয়া করছেন।
হাদিসের বর্ণিত হয়েছে মমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার দুঃখ – কষ্ট থেকে নিষ্কৃতি পায়।
গতকাল (১১ই জুন) রোববার রাতের এশার নামাজ আদায় করতে জায়নামাজে নামাজরত অবস্থায় আকস্মিক মৃত্যুঘটে –
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তার বয়স ছিল (৭০) তিনি স্ত্রী সহ ১ছেলে এক মেয়ে রেখে যান।
মেয়ে কল্পনা বেগম অকাল মৃত্যু হয়।
সংসারে বর্তমান সদস্য সংখ্যা চারজন।
পরিবারের দায়ভার এখন ছেলে রাসেদ মিয়ার ঘাড়ে।
রাসেদ মিয়া ঢাকার একটি কোম্পানিতে চাকুরি করেন।
আজ সকাল ১১টায় বাবার মরাদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
বাবার এই আকস্মিক মৃত্যুতে তিনি ভেঙ্গে পড়েন।
রাসেদ মিয়া, বাবার জন্য আত্মীয়জনদের কাছে দোয়া প্রার্থী হন।