June 12, 2025, 4:22 pm
শিরোনামঃ
চকরিয়ার লালব্রীজ এলাকা থেকে বাঁশখালীর গৃহবধুর মরদেহ উদ্ধার শাহজাদপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে হামলার শিকার প্রেমিকা ও তার মা, হাসপাতালে ভর্তি লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগুন ক্ষমতা দখল করলেই সরকার হওয়া যায় না — এটা দুনিয়া দেখিয়ে দিল ইউনুসকে লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলু’ কুপিয়ে হত্যা আওয়ামী লীগ করার অপরাধে গভীর রাত্রে সন্ত্রাসীদের হামলায় নাছির মেম্বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লক্ষ্মীপুরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’ কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ারবিলে সন্ত্রাসী হামলায় নিহত ১; আহত ১ ঢাকার গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আপনার তীব্র ভালোবাসাকে অবহেলা করে যে মানুষটা চলে গেলো, তার প্রতি মোটেও আফসোস রাখবেন না

Reporter Name

খান মাহাদী :- স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হন,কারণ মানুষ টা আপনাকে নতুন করে জীবন সাজানোর আরেক টা সুযোগ করে দিলো !ভুল মানুষ নিয়ে কিছুটা সময় কাটানো যায়, কিন্তু গোটা জীবন কাটানো যায় না… তাই চলে যাওয়াটা হলো আপনার জন্য আর্শিবাদ !!

আর যদি এমন হয় যায়ও না আবার ধরে রাখেওনা একটা ফেলনা ভাব স্বার্থের জন্য রেখে দেয় তবে নিঃসন্দেহে সেখানে কোন ভালোবাসা নেই l কিন্তু দুজনেরই স্বার্থ জড়িত সেই মুখোশ বের হয়ে আসাও আশীর্বাদ কারণ স্বার্থের লিষ্ট যখন এক পক্ষ দেখছে সে বাজারে আপনাকেও লিস্ট ধরে বুঝে নিতে হবে l

টাকা নিয়ে হিসেব করেন কোই তখন তো টাকা গুন তে চাইতে এটা নিয়ে লড়াই করতে লজ্জাবোধ লাগে না l তাহলে সম্পর্কে এক ছাদের নীচে থেকে তাকে তার মতো ভালো থাকতে দেয়ার পাশাপাশি l আপনার স্বপ্ন নিয়ে আপনার একটি নিজের আইডেন্টিটি গড়তে সামনে এগিয়ে যান l পড়াশোনা থামিয়ে রেখেছিলেন? আবার শুরু করুন l

নিজের জন্য প্রাণ খুলে নিশ্বাস নেয়া ছেড়ে দিয়ে ছিলেন ? এবার থেকে আবার শুরু করুন l সব কিছুই থাকবে নিজের ভালো থাকাটাও লিস্টে প্রথমে রাখতে হবে l এবার আপনাকে থাকতে হবে যেহেতু এটা সংসার আমি বলবো মিলঝুল করেই থাকুন l তবে ডিপেন্ড করে না নিজের বৃত্তকে পরিচ্ছন্ন ও ছোট করে এনে নিজের কিছু স্ট্যান্ডার্ড নিয়ে এগোতে শুরু করুন l

শারীরিক চাওয়া পাওয়ার কথা বলবেন তো ? এমন তো অনেক সংসার আছে যেখানে রোজ দুটি দেহ এক হয়েও কোন দিন কেউ কারো মনে পৌঁছাতে পারেনা l কোনদিন কেউ কারো মন স্পর্শ করতেও পারেনি l তাহলে শরীর ও পার্থিব চাওয়া পাওয়াই কি সব ? কোনদিনও না l

এসব জায়গায় ডুবে থাকি বলেই আমরা কোনদিন শান্তি পাইনা, রবের সাথে কোন মহব্বত থাকেনা l তাই তারা রবের রহমত থেকে দূরেই থাকে l কারণ যে সৃষ্টিকর্তাকে চায় সৃষ্টিকর্তাকে একমাত্র ভরসা বলে ….একমাত্র সেই সৃষ্টিকর্তার অতি নিকটে থাকে তার ডাকে উনি কোটিবার সারা দেন،، ভালোবেসেই l

আর যে মানুষ জিনিস প্রেম উত্তেজনা চাইতে থাকে, আমি তোমাকে ছাড়া বাঁচবোনা বলে – একশবার মাথা ভাঙে তার ঐ নিয়তের কারণে সৃষ্টিকর্তা বলেন : ও তোমার তো পার্থিব লালসা তাহলে যারা তোমার কষ্টের কারণ যে মানুষগুলোকে তুমি চাও, ধরো তুমি তাদের কাছেই থাকো l আর অনন্তকাল কষ্টে জ্বলো l সৃষ্টিকর্তা ঐ ব্যক্তি টিকে তার নিকট তো এনে দেন،، কিন্তু উনি বহু দূর হয়ে যান l

তো এবার বলেন : পরিবর্তন ও সুস্থ ধারায় কাকে আসতে হবে ? নিজেকে l

কারণ জীবনের এ রোলার কোস্টার যাত্রাটি আপনার l হ্যা শুধুই আপনার l



Our Like Page
Developed by: BD IT HOST