প্রথম বাংলা – ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করা আলফাজ নামে এক যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যম কে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
এ ঘটনায় সোমবার রাতেই মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
সবশেষ ২৩ বছর বয়সী আফলাজসহ তিনজনকে গ্রেফতার করার পর ওসি হাফিজুর বলেন, এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক। তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ওই দম্পতিকে যে দুজন সরাসরি কোপ দিয়েছে তাদের মধ্যে আলফাজ একজন, আরেকজন পলাতক। গ্রেফতাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে‘বেপরোয়া’একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ করেন।
এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতি কে হুমকি দেয় ও একপর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।
ওসি হাফিজুর বলেন,আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেন, তারা শঙ্কামুক্ত এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছেন।