কুড়িগ্রাম প্রতিনিধিমোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ঘরের চালে টিন লাগানের সময় পড়ে গিয়ে কাঠ মিস্ত্রির অনাকাঙ্ক্ষি ত মৃত্যু হয়েছে। সোমাবার(৬ মার্চ) দুপুর দেড় টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি খামার এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সরফদি খামার গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুস ছালামের(৭০) বাড়িতে সোমবার সকালে ঘরের চালে টিন লাগানেরা জন্য কাঠ মিস্ত্রী স্বাধীন মিয়া(২৪) যায়। দুপুরেু চাল থেকে নামার সময় পা পিছলে বাড়ির গেটের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাথায় গুরতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত কাঠমিস্ত্রি একই ইউনিয়নের উত্তর দলদলিয়া বখসী পাড়া গ্রামের নবয়িাল মিয়ার পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশা রাফুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত মোতাবেক মামলা নেয়া হবে।