কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ জুয়া খেলা অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।জেলা পুলিশ তথ্য সুত্রেঃ কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ কর্তৃক গত ০৫ মার্চ ২০২৩ তা রিখ রাত আনুমানিক ২২.৪০ ঘটিকার সময় উলিপুর থানাধীন ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খৈ খুঁটিরপাড় গ্রামস্থ ছুঁইয়ার ভিটা নামক স্থানে ডাবুর মাধ্যমে টর্চ লাইটের আলোতে বসে জুয়া খেলার সম য় উলিপুরের নতুন অনন্তপুর এলাকার মোঃ সিরাজু ল ইসলাম (৪৫),মোঃ নুর আলম (৪০),মোঃ বুলবুল আহম্মেদ (৪০), মোঃ মকরুল ইসলাম (৫৫),
মোঃ ছটকু পাগলা (৫৫),মাদার টারি ধরণীবাড়ি এলাকার মোঃ ফরহাদ হোসেন (২০),ও কৈকারকুটি এলাকার মোঃ নুরজামাল (২০) দের জুয়া খেলা অব স্থায় একটি কালো রংয়ের ডাবু, জুয়া খেলার ৬টি গুটি,জুয়া খেলায় ব্যবহৃত একটি ফদ্দ,একটি টর্চ লাইট,একটি পুরাতন চট,জুয়া খেলার নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন,কুড়ি গ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারু দের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আম রা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।