পীরগাছা প্রতিবেদকঃ
তুমি আমি সৌরগণনার দুরত্ব আলোকবর্ষ তুল্য!
তুমি আমি মাঝে চিরস্থির বর্ণবাদ।
ধবলের রেশে তুমি মহিমাময়ী,
আমি কৃষ্ণবর্ণ,খরবাকৃত,কাকের কণ্ঠস্বর!
আমি কুৎসিত বটে,ফেরার পাত্র নই!
আমাতে আমি পূজীবো মোরে অন্য কাউকে নয়।
আমি দেহে ঝামা ঘষে করব না নষ্ট ত্বক।
আমি ধ্বংস করব বর্ণবাদ।