কলমিয়া পুর্ণানন্দ জ্যোতিঃপাল বৌদ্ধ বিহারে বুদ্ধ প্রতিবিম্ব দান এবং বিহার পুন নির্মাণে ভিত্তিপ্রস্থর স্হাপন
Reporter Name
Update Time :
শনিবার, জুন ১৭, ২০২৩
/
270 Time View
/
Share
কুমিল্লা জেলার লালমাই উপজেলার অন্তর্গত কলমিয়া পূর্ণা নন্দ জোতিঃপাল বৌদ্ধ বিহারে সাতফুট উচ্চতার একটি বুদ্ধ প্রতিবিম্ব দান করেন।বাবু মিন্টু কুমার বড়ুয়া তিনি নোয়াখালী জেলার মতইন গ্রামের পিতা-বীর মুক্তিযোদ্ধা বাবু অজিত রঞ্জন বড়ুয়া।বাবু মিন্টু কুমার বড়ুয়া তাহার বক্তব্যে বলেন, কলমিয়া পূর্ণানন্দ জোতিঃ পাল বৌদ্ধ বিহারটি বাংলাদেশের মধ্যে খ্যাতিসম্পন্ন তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করবে। ভগবান বুদ্ধ ছিলেন মানবতাবাদী, মানবতা মানে যখন এবং যেখানে সম্ভব অন্যের যত্ন নেওয়া এবং তাদেরকে সহায়তা করা,নিজের স্বার্থপর আগ্রহ গুলো ভুলে যাওয়া,
মানবতার অর্থ অন্যদের এমন সময় সাহায্য করা যখন তাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, পৃথিবীর প্রতিটি জীবের প্রতি শর্তহীন ভালোবাসা প্রসারিত করা,বৌদ্ধ ধর্ম একমাত্র ভোগের বদলে ত্যাগের শিক্ষা দিয়ে থাকে।
তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড এর সাংগঠনিক সম্পাদক।
বিহার কমিটি বিহারটি পুনঃনির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অষ্ট পরিষ্কার সহ সংঘদান ও জ্ঞাতি ভোজনের মধ্যে দিয়ে।উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জোতিঃপাল মহাথের কনক চৈত্য বৌদ্ধ মহাবিহার এর বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের মহোদয়,অত্র বিহারের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞাপাল মহাথের ও সাধারণ সম্পাদক বাবু কিশোর চন্দ্র সিংহ,অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বাবু বিজন কুমার বড়ুয়া,সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিভিন্ন গুণীজন সহ অন্যান্য জ্ঞ্যাতিবর্গ উপস্থিত ছিলেন।