খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলেছেন তারি বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে নাগেশ্বরী থানা পুলিশ।
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ ৩০ মার্চ আনুমানিক ২২.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভা এলাকার পূর্ব বালাটারী এলাকা থেকে নাগেশ্বরী পচিম রামখামা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক কারবারি জিয়ারুল ইসলাম(২৬), চান্দেরহাট এলাকার সাজু মিয়া (২৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেড়াভাঙ্গা গ্রামের ইসরাফিল/মাহাবুব (৩৮) দেরকে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করে নাগেশ্বরী থানা পুলিশ সে সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন এই জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।