খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারে দোকান চুরি হওয়ার ঘটনাটি ঘটেছে।পুলিশ সূত্রে জানা জায় নাগে শ্বরী থানার রায়গঞ্জ এলাকার আশরাফুল আলম রব্বানী এর লিখিত অভিযোগ করে বলেন গত ১২ মে রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার বাদীর দোকান হতে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে অজ্ঞাত নামা চোর ৩,৩১, ০০০ চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি চৌকস টিম দোকা নে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামী সনা ক্ত করে নাগেশ্বরী থানা এলাকা থেকে মূলহোতা মহসীন আলী (৫০) ও পাশের উপজেলা ভূরুঙ্গামারী কামাত রাঙ্গারিয়া গ্রামের আব্দুল জলিল (৫২) কে গ্রেফতার করে ও আসামীদের দেখানো মতে চুরি যাওয়া ৩ লক্ষ ২০ হাজা র ৮ শত ৬০ টাকা উদ্ধার করে পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন,এই ঘটনায় মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এতেই প্রমানিত হয় যে কোনো ধরনের কেউ অপরাধ করলে এর থেকে নিস্তার নেই ধরা পড়তেই হবে।