নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার সরঞ্জাম,মোটরসা ইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ ১১ জনকে জুয়া খেলা অব স্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক অদ্য (০৭ এপ্রিল) ভূরুঙ্গামারী থানাধীন দক্ষি ণ ভরতেরছড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় নাগেশ্বরীর চর লছনী গ্রামের মোঃ খয়বর আলী (৪০),মোঃ ফজলু মি য়া (৩৫),ভূরুঙ্গামারী দক্ষিণ ভরতেরছড়া গ্রামের মোঃ এর শাদুল হক (৫০),গনাইয়েরকুটি গ্রামের মোঃ জাক্কু মোল্লা (৪৫),বাগভান্ডারের মোঃ মোফাজ্জল হোসেন (৪০),উত্তর ভরতেরছড়ার মোঃ শাহীন মন্ডল (৩৮),
কচাকাটা থানার মংলার কুটি গ্রামের মোঃ কোরবান আলী (৫০), কেদারের মোঃ আব্দুস সামাদ (৫৫),চর সতিপুরের মোঃ আনোয়ার হোসেন (৩৩),টেপারকুটির মোঃ লুৎফর রহমান (৫০) ও গোলেরহাটের মোঃ জহুরুল ইসলাম (৪৫),৩ টি মোটরসাইকেল,মোবাইল ফোন,জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব,মোঃ রুহুল আমীন বলেন,কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার কর ছি।নানাভাবে মানুষকে সচেতন করছি।কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।