খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্ন ভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে কুড়িগ্রামের জেলা পুলিশ সদস্যরা।
তারি ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ ২১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি স্পটে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৬ জনকে হাতে না তে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।আটককৃতরা হলেন নাগেশ্বরীর পশ্চিম সাঞ্জুয়ারভিটা এলাকার আব্দুল কুদ্দুস (৬৮),হাজী পাড়ার শ্রী অমল চন্দ্র দাস( কাচুয়া) (৬৫), গিয়াস উদ্দিন (৬০),আলতাফ হোসেন (৫০),আমজাদ হোসেন (৪০) ছকিয়ত (৪০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন,কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিন ই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, পরিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেন পুলিশ অফিসার।