মোঃ আবু সাঈদ শিমুল জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ পএিকা জেলা প্রধান ব্যুরো :০২-০৪-২০২৩ইং
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩নং ও ৯নং ওয়ার্ডের সরকার পাড়া দিঘলডারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটি বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সাধারণ মানুষের দাবী জমির সঠিক সীমানা নির্ধারণ সাপেক্ষে পাউবো’র বাঁধ নির্মাণ করা হোক।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘোগাদহ ইউনিয়নের সরকার পাড়া দিঘলডারা এলাকায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গন রোধকল্পে নির্মিত বাঁধটি গত কয়ে ক বছর আগে দুধকুমর নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। পর বর্তী সময়ে বন্যার পানি ঠেকানো এবং স্থানীয় লোকজনের চলাচলের সুবিধার জন্য সরকারি খাস জমির উপর নির্মিত বিলীন হওয়া বাঁধটির স্থান পরিবর্তন করে খাস জমির বাই রে পশ্চিম দিকে ৯শ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থ মালিকা না জমির উপর বিকল্প বাঁধ নির্মাণ করা হয়।যা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি। বাঁধ সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসী বসতঃ বাড়ি নির্মাণ এবং গাছ-গাছালি,ফসল-ফসলাদি লাগিয়ে বসবাস করছে। হঠাৎ করে বাঁধ সংস্কার করতে গিয়ে স্থানীয় জমির প্রকৃত মালিকদের সঠিক জরি প না করে অপসারণের চেষ্টা চালায়।
স্থানীয় এলাকাবাসীর দাবী কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সঠিক ভাবে জমির সীমানা নির্ধারণ করে সরকারি অধিগ্রহণকৃত জমিতে বাঁধটি নির্মাণ করা হোক। এটি বাস্ত বায়ন হলে সরকারি জমি উদ্ধার এবং প্রকৃত হতদরিদ্র পরি বার গুলো তাদের বৈধ মালিকানাধীন জমি ফিরে পাবে। সেই সাথে ৫০ ফুট প্রস্থের বাঁধটি স্থানান্তর করে ২৫০ ফুট বাঁধটি নির্মাণ করার দাবী এলাকাবাসী।স্থানীয় এলাকাবাসী এনামুল,ফজলু, দুলাল,নুরনবী,ফরহাদ,সাইফুর সহ দেড় শতাধিক সরকার পাড়া দিঘলডারা এলাকার বাসিন্দা লিখিত ভাবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ প্রশাসনের বিভিন্ন দফতরে জমির সঠিক সীমানা নির্ধারণ সাপেক্ষে বাঁধ নির্মাণের আবেদন জানিয়েছেন।