November 4, 2024, 4:17 am
শিরোনামঃ
২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া শাহজাদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁদাবাজদের বিরুদ্ধে রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র বিশাল মিছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স এক অবিচ্ছেদ্য অংশ মঠবাড়িয়ায় তিন সমন্বয়ক ছাত্রের বিরুদ্ধে নগদ টাকা সহ মোবাইল চুরির অভিযোগ শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে জমির সীমানা নির্ধারণ সাপেক্ষে বাঁধ নির্মাণের দাবী এলাকাবাসীর

Reporter Name

মোঃ আবু সাঈদ শিমুল জাতীয় দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ পএিকা জেলা প্রধান ব্যুরো :০২-০৪-২০২৩ইং

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৩নং ও ৯নং ওয়ার্ডের সরকার পাড়া দিঘলডারা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় একটি বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সাধারণ মানুষের দাবী জমির সঠিক সীমানা নির্ধারণ সাপেক্ষে পাউবো’র বাঁধ নির্মাণ করা হোক।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘোগাদহ ইউনিয়নের সরকার পাড়া দিঘলডারা এলাকায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙ্গন রোধকল্পে নির্মিত বাঁধটি গত কয়ে ক বছর আগে দুধকুমর নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। পর বর্তী সময়ে বন্যার পানি ঠেকানো এবং স্থানীয় লোকজনের চলাচলের সুবিধার জন্য সরকারি খাস জমির উপর নির্মিত বিলীন হওয়া বাঁধটির স্থান পরিবর্তন করে খাস জমির বাই রে পশ্চিম দিকে ৯শ ফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থ মালিকা না জমির উপর বিকল্প বাঁধ নির্মাণ করা হয়।যা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি। বাঁধ সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসী বসতঃ বাড়ি নির্মাণ এবং গাছ-গাছালি,ফসল-ফসলাদি লাগিয়ে বসবাস করছে। হঠাৎ করে বাঁধ সংস্কার করতে গিয়ে স্থানীয় জমির প্রকৃত মালিকদের সঠিক জরি প না করে অপসারণের চেষ্টা চালায়।

স্থানীয় এলাকাবাসীর দাবী কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সঠিক ভাবে জমির সীমানা নির্ধারণ করে সরকারি অধিগ্রহণকৃত জমিতে বাঁধটি নির্মাণ করা হোক। এটি বাস্ত বায়ন হলে সরকারি জমি উদ্ধার এবং প্রকৃত হতদরিদ্র পরি বার গুলো তাদের বৈধ মালিকানাধীন জমি ফিরে পাবে। সেই সাথে ৫০ ফুট প্রস্থের বাঁধটি স্থানান্তর করে ২৫০ ফুট বাঁধটি নির্মাণ করার দাবী এলাকাবাসী।স্থানীয় এলাকাবাসী এনামুল,ফজলু, দুলাল,নুরনবী,ফরহাদ,সাইফুর সহ দেড় শতাধিক সরকার পাড়া দিঘলডারা এলাকার বাসিন্দা লিখিত ভাবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ প্রশাসনের বিভিন্ন দফতরে জমির সঠিক সীমানা নির্ধারণ সাপেক্ষে বাঁধ নির্মাণের আবেদন জানিয়েছেন।



Our Like Page