লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধঃ
নেত্রকোনা জেলা কেন্দুয়া উপজেলায়”
বন্ধুত্বের বন্ধন মানব সেবায় আমরা টু,, গ্রুুপের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
গ্রুুপের সভাপতি আলহাজ্ব এমডি এ সেলিম ( অঃ জুনিয়র কমিশন অফিসার সেনাবাহিনী) ও পরিচালক সাইফুল আলম (আউয়াল) এর যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, হত দরিদ্র ও নিন্ম আয়ের শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।
গ্রুপের সভাপতি আলহাজ্ব এমডি এ সেলিম’বলেন আমরা সাত বছর যাবৎ এই মানবিক কাজ করে আচ্ছি, তিনি জানান দান করতে হয় গোপনে আমরা প্রকাশে করার উদ্দেশ্য একটাই আমাদের দেখে এ সমাজের অন্যরাও যেন এই মানবিক কাজে মানবতার হাত বাড়িয়ে দেয় আমাদের মত এই উদ্যোগ তারাও যেন নিতে পারে। এ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন আসুন আমরা সবাই মিলে এই হতদরিদ্র নিম্ন আয়ের অসহায় লোকজনের পাশে দাঁড়াই তাহলে হয়তো তারা কিছুটা হলেও ভালো থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জেড এইচ জিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম নুরী, প্রবাসী ও কল্যাণ সম্পাদক খোকন মিয়া ও ১-১০০ শপিং মলএর পরিচালক সোহাগ মিয়া।এছাড়া আরো উপস্থিত ছিলেন হতদরিদ্র নিম্ন আয়ের লোকজন