প্রথম বাংলা – ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলি শ অভিযান পরিচালনা করে হত্যা ও গণধর্ষণ মামলার আ সামী সহ ১২ জনকে গ্রেফতার করেছে। ফেনী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেপুলিশ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কা মাল আকন্দ (পিপিএম বার) জানান,আইন শৃংখলা পরিস্থি তি ও অপরাধ নিয়ন্ত্রণ,মাদক,চুরি,ছিনতাই,ও ডাকাতি প্রতি রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলি শ এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তা দেরকে পৃথকভাবে গ্রেফতার করা হয়।এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অ ভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদরের মঠ বাড়ীয়া এলাকা থেকে ফেনী সদর থানা পুলিশের সহায়তায় হত্যা মামলার আসামী মোঃ বিল্লালকে গ্রেফতার করে।
বিল্লাল ফুলপুরের মোকামিয়া পুর্বপাড়ার উসমান গনির ছেলে,পুলিশ পরিদর্শক মোহাম্মদ মারফত আলীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার আ সামী মোঃ রাজিব ও মোঃ খোরশেদ আলম ওরফেখুশিকে গ্রেফতার করে। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অষ্টধার বাজার এলাকা থে কে চুরি মামলার আসামী মোঃ সাহেদ আলী,এসআই আজ গর আলীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে নগরীর আরকে মিশন রোড ৩৬ বাড়ী কলোনী বাইলেন থেকে মাদক মামলার আসামী নূর নবীকে ২০ পিস ইয়াবা সহ,
এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী ইয়াসমীনইসলাম রূপা,ফরহাদ হোসেন বাবুল ও মোঃ অনিক,এসআইফারুক আহমেদ অন্যান্য মামলার আসামী শুভ তালুকদার, দিহান আহম্মেদ,আরাফাত হোসেন বিনয় ও মোঃ লাল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের পাঠি য়েছে পুলিশ এ অভিযান অব্যাহত,রয়েছে বলে পুলিশ জানিয়েছে।