সানজিম মিয়া – গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এস ব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এনজিও ফেডারেশন (এফএনবি)।রংপুরের গঙ্গা চড়া উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টায় এন জিও ফেডারেশন (এফএনবি) এর আয়োজনে গঙ্গা চড়া ব্রাঞ্চ শাখার তিনটি এনজিও ব্রাক,
বূরো বাংলাদেশ,টিএমএসএস উদ্যোগে বিএম কলে জ মাঠে ৩৩০ টব কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ার ম্যান সাজু মিয়া, ৪নং ইউ’পি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,বিএম কলেজের অধ্যক্ষ নূরুননবী রানা।
এ সময় এনজিও ফেডারেশন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ সাইদুর রহমান রিপন বিভাগীয় ব্যবস্থাপক (বূরো বাংলাদেশ),বাহাদুর আলম আঞ্চলিক ব্যবস্থাপক (বূরো বাংলাদেশ) ,একেএম জাহেদুল ইসলাম (ব্রাক) জেলা সমন্বয় কারী,নুরজাহান বেগম এলাকা ব্যবস্থাপক (ব্রাক), জাকির হোসেন ম্যানেজার (ব্রাক) গঙ্গাচড়া ব্রাঞ্চ, রফিকুল ইসলাম সহকারী পরিচালক (টিএম এস এস),শহিদুল ইসলাম জোনাল ম্যানেজার
(টিএমএসএস),আশিকুজ্জামান লিটন (প্রভাষক) গঙ্গাচড়া বিএমকলেজ,(প্রভাষক) আখেরুজ্জামান মিলন প্রমুখ,কম্বল পাওয়া উপকারভোগী ৭০ বছরে র বৃদ্ধা জরিমন নেসা বলেন,এই ঠান্ডায় টাকাওয়ালা কায়ো হামার খোঁজ রাখেনাই। আজকা একটা কম্বল পাইনো রাইতোত গায়োত দিয়া আরামে ঘুমাম।