নিজস্ব প্রতিবেদক :- স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের নব গঠিত কেন্দ্রীয় কমিটির (২০২৩-২০২৪) এর শপথ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণভার গ্রহণ করেছে। ঢাকার যাত্রাবাড়ীস্থ আলমস পার্টি সেন্টারে অদ্য ৯ জুন সকাল ১০ ঘটিকায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনির সঞ্চালনায় শপথ পাঠের পরবর্তী সংগঠনের বাৎসরিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কে শপথ পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর নতুন কমিটির সকলকে সংগঠনের সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সকল সদস্য সহ আরও উপস্থিত ছিলেন, সংগঠনের বরিশাল, নারায়গঞ্জ এবং গাজীপুর শাখা কমিটির নেতৃবৃন্দ।