রিপোর্টঃ আবু সাঈদ শিমুল।জাতীয় মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকা।কুড়িগ্রাম জেলা ব্যুরো প্রধান।
উলিপুর উপজেলার গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে র ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন-ডাঃ বিনয় চন্দ্র বর্ম্মন।৯ই মার্চ (বৃহাস্পতিবার) বিকেল ৩টায় গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠন কল্পে বিদ্যালয় সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার উপজেলা একডেমিক সুভারভাইজার নুরে-ই আলম সিদ্দিকী,এ সময় দাতা সদস্য বিনয় চন্দ্র বর্ম্মন, প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম,অভিভাবক সদস্য,আজিজুল,আনোয়ারুল,ইমাম হোসেন,
সাধারণ শিক্ষক প্রতিনিধি -আব্দুর সবুর খাঁন,
জহুরুল হক,প্রতিনিধি সংরক্ষিত মহিলা – আঞ্জুয়ারা বেগম,জান্নাতে ফেরদৌস,উপস্থিত ছিলেন।অভিভা বক প্রতিনিধি ইমাম হোসেন সভাপতি হিসাবে এর নাম প্রস্তাব করেন,অপর সদস্য আজিজুল সহ সকল প্রতিনিধিসর্বসম্মতি ক্রমে ডাঃ বিনয় চন্দ্র বর্ম্মন কে সভাপতি হিসাবে সমর্থন করেন।বিদ্যাল য়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম বলেন ,আজকের এই অনুষ্ঠিত সভায় ডাঃ বিনয় চন্দ্রবর্ম্মন সভাপতি হিসাবে নির্বাচিত হন এবংনির্বাচিত সকল কমিটির সদস্যরা পরবর্তীতে দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি
ডাঃ বিনয় চন্দ্র বর্ম্মন বলেন,গোড়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান,এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য।আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমার জন্য সবাই দোয়া করবেন,সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।এ সময় আরো উপস্থিত ছিলেন,কহিদুর রহমান প্রধান শিক্ষক-মন্ডল হাট উচ্চবিদ্যালয়।সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুভার ভাইজার নূরে-ই আলম সিদ্দিকী।