December 9, 2024, 9:20 am
শিরোনামঃ
সিটিটিসি প্রধানের সাথে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপন বৈঠক থেকে ১৮ আ.লীগ নেতা আটক

Reporter Name

প্রথম বাংলা – কক্সবাজার শহরের কলাতলীর ইউনি রিসোর্ট নামে একটি হোটেল থেকে ১৮ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

জানা যায়, শুক্রবার রাতে রিসোর্টের সম্মেলন কক্ষে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সেখানে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি অংশ নেয়। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদেরকে ঘেরাও করে আটকে দেয়। পরে পুলিশ ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের গ্রেপ্তার করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে ইউনি রিসোর্টে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী একদল তরুণ। তারা সাংবাদিকদের মারধর ও ক্যামেরায় আঘাত করে।



Our Like Page