নুর মোহাম্মদ সিকদার:
নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ৬৮ বোতল বিদেশী মদসহ জাফর নামের এক রোহিঙ্গাকে আটক ও পাচার কাজে ব্যবহারিত একটি সিএনজি গাড়ি জব্ধ করেছে পুলিশ।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিকসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদসহ এক রোহিঙ্গাকে আটক করেছে তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় মাদক পাচার কাজে ব্যবহারিত একটি সিএনজি গাড়ি (কক্সবাজার-থ-১১-৭০০৯) জব্ধ করেছে পুলিশ ।
আটককৃত ব্যক্তি: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প :২( ডব্লিউ) মাঝি- মোহাম্মদ জাবের,সাইফ মাঝি- মোহাম্মদ নুর,এফসিএন নাম্বার- ১৬৫৭২৩ এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ জাফর (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইনেসপেক্টর)সোহাগ রানা বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে এবং মাদক চোরাকারবারীদের কোন ছাড় নয়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।