নেত্রেকোণাঃ জেলা প্রতিনিধি –
১৫৯- নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়ার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান এর নেতৃত্বে নির্বাচন ঘোষিত তফসিল সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ হরতাল কর্মসূচি পালন করেন।৫ ধাপে দ্বিতীয় দিনে সারা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ২য় দিনে (১৬ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে,
নেত্রকোণা জেলার ঢাকা-মদন মহাসড়কে খাজান্তি ব্রি জ সংলগ্ন রাস্তায় আটপাড়া উপজেলা বিএনপির যুবদ ল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য নেত্রবৃন্দদে রকে সাথে নিয়ে এবং একাধিক মামলার হুলিয়া মাথায় নিয়ে রাস্তা অবরোধ, পিকেটিং মিছিলে নেতৃত্বে দেন এবং মিছিলে পর সংক্ষিপ্ত বক্তব্যেবে নির্বাচন কমিশন কে কড়া সমালোচনা করা হয়,৪৮ ঘন্টার মধ্যে সিইসি ‘র পদত্যাগ দাবি ও সরকারের আজ্ঞাবহ মেরুদন্ডহীন নির্বাচন কমিশন কর্তৃক নীল নকশার নির্বাচনের অবৈধ তাফসিল মানি না মানবো না বলে প্রধান নির্বাচন কমি শনার কে কুশপুওলিকা দাহ করা হয়।
মিছিলে স্লোগান হিসাবে ব্যবহার করেন
“সিইসির মুখে ঘৃনা ভরে থুথু মার
পথ ছেড়ে তুই এই মুহূর্তে বাংলা ছাড়”
জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি,জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব,নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ওনেত্রকোনা-৩ কে ন্দুয়া আটপাড়ার আসনের মনোনয়ন প্রত্যাশী রোটারি য়ান এম নাজমুল হাসান।এছাড়া ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।