স্টাফ রিপোর্টার-পুলিশ আইজিবি বলেছিলেন থানায় হবে সাধারণ জনগণের আশ্রয় খানা,আজ দেখলাম থানায় হয় ছেলে হারা কারিগর।ক্ষমতা থাকলে সাধার ণ জনগণকে এভাবে যৌন নির্যাতন করে হত্যা করতে হবে।কোন আইনে বৈধতা দিয়েছিল,জানতে চাইছিল সাধারণ জনগণ স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা জন্য সাধারণ জনগণ জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল,
কিছু কিছু পুলিশ অফিসারের কারণে গোটা পুলিশেবদ নাম ছড়াচ্ছে, সত্যের উদ্ঘাটন জানা যাচ্ছে ওসি আর মানের ছেলেটা থানায় নিয়ে।নির্যাতনের কারণে “আত্মহত্যা করতে বাধ্য করেছে। কারণে”বাবা-মা কে অপমানিত করা ছেলেটা আত্মহত্যার পথ বেছে নেয়।তাই সুস্থ তদন্তের ভিত্তিতে ওসি আরমানের কে প্রধান আসামি করে ফাঁসির কার্য কর করা হোক।আর যেন কোন অফিসারের কারণে কোন সন্তান হারাতে না হয়।প্রতিটা মানুষের মুখের কথায় আইন সবার জন্য সমান যে অপরাধী করবে সে যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক না।কেন আইনের বাহির কেউ যেতে পারবে না যদি প্র কৃত আইন প্রয়োগ করা হয় তাহলে এই ছেলের হত্যার মূল আসামি হবে ওসি আরমান।সত্য উদঘাটন করে এই অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তাকে ফাঁসির কার্যকর করা হোক
রাফির আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তাঁর বা বা মো. মামুন বাদী হয়ে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানিয়েছে খুলশী থানার পুলিশ
অভিযোগ অনুসন্ধান করছে সিএমপি
চট্টগ্রামের কোতোয়ালি থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবা দ করার পর রাতে বাসায় ফিরে আত্মহত্যা করেনমিনহা জুল ইসলাম রাফি নামের এক কলেজছাত্র।এই ঘটনার পর স্বজনরা অভিযোগ করে, রাফিকে থানায় মানসিক নির্যাতন করা হয়। এ ছাড়া রাফির মা-বাবার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন।এসব অভিযোগ ওঠার পর ঘটনাটি অনুসন্ধান করে দেখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএম পির) এক উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলি শের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস ) আ স ম মাহতাব উদ্দিন কালের কণ্ঠকে বলেন,‘মিন হাজুল ইসলাম রাফি নামের এক কলেজছাত্র আত্মহ ত্যার পর বিভিন্ন অভিযোগ করেছে তার স্বজনরা। এ জন্য সিএমপির উপপুলিশ কমিশনার দক্ষিণকে ঘটনা টি অনুসন্ধান করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। পরি বারের পক্ষ থেকে যেসব অভিযোগ রয়েছে,সেগুলো খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের সতত্যা পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
’এদিকে রাফির আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তাঁর বাবা মো. মামুন বাদী হয়ে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানিয়েছে খুলশী থানা পুলিশ।
রাফির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় কোনো লিখিত অভি যোগ করা হবে কি না জানতে চাইলে রাফির বাবা মো. মামুন গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত আছি। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না,পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার চাপ দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বাসা থেকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে যাওয়া হয় মিনহাজুল ইসলাম রাফি কে।পরে নগরীর লালখানবাজারের টাংকির পাহাড় এ লাকায় বাসায় ফিরে রাতে আত্মহত্যা করেন ওই ছাত্র। ছাত্রের স্বজনরা অভিযোগ করে,মিনহাজুল ইসলাম রা ফিকে (২০) থানায় মানসিক নির্যাতন করা হয়। এ ছাড়া তাঁর মা-বাবার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন।
পরে পাঁচ হাজার টাকা আদায় করে বাকি টাকা ২৪ ডি সেম্বর)দেওয়ার জন্য চাপ দেন।গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওসি আরমান দুই লক্ষ টাকা দিয়ে হত্যার মামলা কে দাফা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে