রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)
শরীয়তপুরের জাজিরায় ৪৮ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জাজিরা থানা পুলিশ।সোমবার (১৩নভেম্বর ) রাত প্রায় ৩ টার দিকে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া পারহাউজের সামনে থেকে ট্রাকভর্তি ৪৮ বস্তা পলিথিন আটক করা হয়।
এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাক ড্রাইভাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর কে বুঝিয়ে দেয়া হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়,ভেদেরগঞ্জ ট্রান্সপোর্টের সাদি পরিবহণ নামের একটি ট্রাকে অবৈধ পলিথিন পরিবহণ করছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ তাজেল ইসলাম খান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার উত্তর ডুবলদিয়া পারহাউজের সামনে থেকে ট্রাকটি আটক করে জাজিরা থানায় নিয়ে আসে।
এরপর জাজিরা উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে ৪৮ বস্তা পলিথিন পাওয়া যায়। যার ওজন আনুমানিক ১৪০০ কেজি।
শরীয়তপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান বলেন, খবর পেয়ে আমি জাজিরা থানায় আসি এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গাড়িটি তল্লাসি করে ৪৮ বস্তা পলিথিন পাই এবং জব্দ করি। ভ্রম্যমান আদালত বসিয়ে ড্রাইভারকে অবৈধ পলিথিন পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, আকটকৃত ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত পলিথিন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।