কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
জম্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ জেলা কুড়িগ্রাম, শ্রেষ্ঠ উপজেলা, শ্রেষ্ঠ ইউনিয়ন সহ ৪ ক্যাটাগরীতে জাতীয় পুরষ্কার পেলো কুড়িগ্রাম ২০২১-২২ অর্থবছরের জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে রংপুর বিভাগের
১। শ্রেষ্ঠ জেলা কুড়িগ্রাম,
২। শ্রেষ্ঠ ডিডিএলজি কুড়িগ্রামের প্রাক্তন ডিডিলজি জিলুফা সুলতানা,
৩। শ্রেষ্ঠ উপজেলা রাজারহাট এবং
৪। শ্রেষ্ঠ ইউনিয়ন সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
আজ দুপুর ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
স্থানীয সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনিসুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল হাসান, সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, ইউনিসেফ বাংলাদেশের অফিসার ইন চার্জ ড. সাজা ফারুক আবদুল্লাহ।