প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল আল মামুন এর তত্ত্বাবধানে”জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর চলমান অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার করেছে।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ডিবি মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার্স ফোর্স এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মন সিংহ জেলার কোতোয়ালী মডেল থানা বাঘমারা ও মাসকান্দা এলাকায় হইতে ২১ জুন ২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় চাঁদা আদায়কারী ১। রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা-নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা-সুফিয়া জামান, সাং-বাঘমারা, ২। হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা-মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা-শিল্পি, সাং-কৃষ্টপুর,
উভয় থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতারকরা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর এলাকায় সাধারণ জনগনের নিকট হইতে জোর পূর্বক চাঁদা আদায় করিয়া থাকে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অতিসম্প্রতি ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে ময়মন সিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর ধারাবাহিক অভিযানে ০২ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার করা হয়, ০৯ জন ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার ও ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার করা হয়,৯ জন ডাকাতের মধ্যে ৮ জন ডাকাত ঘটনায় নিজেদেরকে জড়িয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
৫ জন আসামীসহ চোরাইকৃত ২টি অটোরিক্সা ও ১টি মিশুক উদ্ধার,১২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট,১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ,১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জন আসামী গ্রেফতার এবং ১৫ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ কর্তৃক ডাকাতি,ছিনতাই,চুরি,চাঁদাবাজ, মাদক উদ্ধার অভিযান চলমান রহিয়াছে।