আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ ( কোয়াব)এর কেন্দিয় কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০ ২২-২০২৪ এর কার্যকরী সদস্য পদে মেহেদী হাসান হালিম নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেন বৃহত্তর ময়মনসিংহ ক্যাবল অপারেটস।বৃহত্তর ময়মনসিংহ ক্যাবল অপারেটরস এর আয়োজনে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর।
জাতীয় উদ্যানে শনিবার দুপুরে আব্দুল হক তরফ দার এর সভাপতিত্বে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বরিশাল সিভিল ক্যাবল ভিশনের কর্ণদার মাসুদ রানা পলাশ। এসময় বৃহত্তর ময়মন সিংহের টাঙ্গাইল সহ ৬ জেলার বিভিন্ন উপজেলার ক্যাবল অপারেটরগন উপস্হিত ছিলেন।
অনুষ্ঠান সন্চালনা করেন ময়মনসিংহ জেলার হালু য়াঘাটের ক্যাবল ব্যবসায়ী জাহীদুল ইসলাম পাপ্পু। প্রধান অতিথিকে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে সংব র্ধনা জানান বৃহত্তর ময়মনসিংহের, টাঙ্গাইল জেলা সহ ৬ জেলার ক্যাবল ব্যাবসায়ীগন।