স্টাফ রিপোর্টার——–
কোপেনহেগেনের একটি হলে ডেনমার্ক আওয়ামী লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুস সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে এই বাহিনী দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা করছে এবং দেশজুড়ে চুরি, ডাকাতি, সংখ্যালঘু নিপীড়ন ও সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা এম আর মজুমদার খোকন এবং পরিচালনা করেন সামি দাশ। বক্তব্য রাখেন এম এ লিংকন মোল্লা, মোঃ শহীদ, মাহবুবুর রহমান, জাহিদ চৌধুরী বাবু, মোহাম্মদ নিজাম উদ্দিন, আ.ন.ম খালেক আরিফ, সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৫ আগস্টের মতো জাতীয় দিবসগুলো বাতিল করার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং বলেন, অবৈধ ইউনুস সরকারের বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডে কোন অধিকার নেই।
সভা শেষে ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মোঃ শহীদ সম্প্রতি শাহাদাতবরণকারী প্রবীণ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর জন্য দোয়া পরিচালনা করেন এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকল নির্যাতিত নেতাকর্মীর জন্য দোয়া করেন।