নিজস্ব প্রতিনিধি :-ফেরদৌসী রুবী তার অনবদ্য লেখনীর মাধ্যমে মন জয় করে নিয়েছেন অসংখ্য পাঠকদের হৃদয়ে।ফেরদৌসী রুবী তার নানা ব্যাস্ত সময়ের মাঝেও তার লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন।সমসাময়িক সময়ের নানা অসংগতি তার লেখনী অনলাইন প্লাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে।
তার প্রকাশিত বেশ কয়েকটি বই পাঠক জনপ্রিয় তা পেয়েছে গতবছর একুশে বই মেলাতে তার লেখা আলোর পরশমণি ও আঁধারে আলো বই দুটি প্রকাশিত হয়।এ সময়ের জনপ্রিয় কথাসাহি ত্যিক ও নির্মাতা কিংকর আহসান বলেন ফেরদৌ সী রুবীর লেখাগুলো বাস্তবিক এককথায় অসা ধারণ।
তরুণ লেখক ও সংগঠন শাহারিয়ার সাহিদ বলেন আমি নিয়মিত কথাসাহিত্যিক ফেরদৌসী রুবীর অনলাইনের লেখা গুলো পড়ি তার লেখা থেকে অনেক কিছু শেখার রয়েছে তরুণদের।কথাসাহিত্যিক ফেরদৌসী রুবীর নতুন বইয়ের অপেক্ষায় পাঠকরা।