আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লা হ আল বাকের ভূঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে সীতাকুণ্ড পৌরসভা আঃলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড পৌরসভা আঃলীগের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযো দ্ধা আলহাজ্ব বদিউল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন চৌধুরী, উপজেলা আঃলীগের দপ্তর সম্পাদক রতন মিত্র, উপজেলা আঃলীগের কার্যকরী সদস্য সাবেক কমিশনার মাইমুন উদ্দীন মামুন, উপজেলা আঃলীগের সদস্য বিজয় চক্রবর্তীসহ প্রমুখ।
ঈদ উপহার বিতরণকালে কান্নাবিজড়িত কন্ঠে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মী হলো সংগঠনের প্রাণ। এদের বাদ দিয়ে সংগঠনের ভালো ইতিহাস কখনোই রচিয়তা হবে না। ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের ফসল আজকের তৃতীয় মেয়াদে বাংলাদেশ আঃলীগ রাষ্ট্রয়ী ক্ষমতায়। পৌরসভার সাড়ে ৩শত জন নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।