ত্রিশাল উপজেলা হিসাবরক্ষক অফিসের সুপার এর দুর্নীতি
Reporter Name
Update Time :
মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩
/
80 Time View
/
Share
স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা হিসাবরক্ষক অফিসের সুপার এম এ মোতালেব এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় এসএস সুপার মোতালেব টাকা ছাড়া কোন বিলে সাক্ষর করেন না।টাকার বিনিময়ে ভুয়া বিল পাস করে থাকে।গত কয়েকমাস আগে উপজেলা হাসপাতাল, শিক্ষা অফিস, খাদ্য নিয়ন্ত্রণ অফিসের বেশ কয়েকটি ভুয়া বিল পাস করেছে ।
তিনি পুর্বে ভালুকা সহ বিভিন্ন উপজেলায় অডিটর পদে কর্মরত থাকাকালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে লাখ, লাখ টাকা কামিয়েছেন। ( ক্রমশ)এ ব্যাপারে সুপার এম এ মোতালেব এর সাথে টেলিফোনে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি।