আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ঘরে ঘরে দৌড় ঝাপ করার লক্ষে সঠিক সিন্ধান্ত নিয়েছেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা-৪ আসনে মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর এমপির বিকল্প কিছু নাই বলে সাধারণ মানুষ ও নেতা কর্মীরা জানায়।
তবে দুই একজন নেতা অখুশি থাকলেও আনন্দে রয়েছে তিন উপজেলার কর্মীরা।
কারণ তিনি এমপি হওয়ার পর হারাতে হয়নি কারো জমি,ঘর। দিতে হয়নি কাউকে চাঁদা।নিরাপত্তার মধ্যে দিয়ে এলাকায় বসবাস করতে পারছে।নেই হামলা মামলা।
মিথ্যা মামলায় যেতে হয়নি জেল হাজতে।অনেক সাধারণ মানুষ বলে বিগত দিন থেকে বর্তমান এমপির সময় অনেক ভাল আছি।
যে কোন বিষয় নিয়ে যেকোন সময় কথা বলতে পারি এমপি’র সাথে এবং তিনি সমাধানও করেন। হতে হয় না হয়রাণী।
তাই এই ধরণের জনপ্রতিনিধি জনগণ চাই। যাদের কাছে সহজে সাধারণ মানুষ যেতে পারে। কথা বলতে পারে।
সেই দিক থেকে এমপি সালাম মূর্শেদী এঅঞ্চলেল জন্য বড় পাওয়া। সকল শ্রেণী পেশার মানুষের কাছে রয়েছে তার ব্যাপক সুনাম।
আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে এআসন থেকে নিঃস্বার্থ, নিরলোভী ও স্বচ্ছ এই মানুষটি বলে আশা করেন রূপসা,তেরখাদা ও দিঘলিয়ার মানুষ।