সুলতানা রাজিয়া সান্ধ্য কবি: জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিদরিদ্রের জন্য কর্ম সংস্থান কর্মসূচীর (ইজিপিপি- প্লাস) কতৃক বাস্তবায়িত অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী হচ্ছে অতি দারিদ্রের জন্য কর্ম সংস্থা, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অতি দরিদ্র কর্মসূচীর প্রথম পর্যায়ের কর্মসূচী প্রকল্পের আওতায় মাটিকাটা গোড়াই বেলের তল থেকে গোড়াই রঘুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে দুই কিলোমিটার মাটির রাস্তাটি প্রস্থ এবং ২ফিট উঁচু হয়ে তৈরী হচ্ছে কর্মসূচীর উপকার ভোগীরা এই রাস্তা সংস্কারে এলাকার গ্রামের মানুষ ও কৃষকেরা তাদের উৎপাদিত করা কাঁচা পণ্য সহজে বাজার জাত করা এবং শহরমূখী যাতায়াত করতে পেরে অত্যন্ত খুশি।
স্থানীয় -আব্দুল হাই সরকার বলেন,আমাদের এই রাস্তাটি না থাকায় জমিতে, আলু, কপি,ঢেঁড়স,করলা,মিষ্টি কুমড়া, লাউ সহ বিভিন্ন ফসল থাকার কারণে আমাদেরকে অন্য পথ দিয়ে মোঘল বাসা,কিংবা জেলা শহরে,উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটে যেতে হত।এতে প্রায় ১ঘন্টা বেশি সময় লেগে যেত।বেলের তলের রাস্তা সংস্করণের কারণে আমরা দ্রুত হাট বাজার কাঁচা পণ্য পৌঁছাতে পারছি।
এই রাস্তা পরিদর্শন করেন,
দুুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ, তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গ্রাম গুলোর শহরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন,এই ঘোষনা কে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা হিসেবে আখ্যা য়িত করা যায়।এই লক্ষ্যে আমাদের দুর্গাপুর ইউনিয়নের বেলের তল থেকে ২কিলো বিশেষ একটি রাস্তা ইজিপিপি প্রকল্পের আওতায় উপকার ভোগীদের দিয়ে সংস্কার করছি আমরা।
এ সময় উপস্থিত ছিলেন,দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য,মোঃ বাবলু মিয়া,৫নং ওয়ার্ড- ইউপি সদস্য,মোঃ এজাবউদ্দীন সরকার,৬নং ওয়ার্ড ইউপি সদস্য,মোঃ আনিসুর রহমান সহ আরো অনেকে।