March 20, 2025, 4:27 am
শিরোনামঃ
৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট ময়মনসিংহ অবৈধ নকল খাবার তৈরির মোমিন ফুড প্রোডাক্ট কারখানায় সিলগালা সহ জরিমানা রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শওকত হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন সাবেক আইজিপি সৈয়দ সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেছেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্বৃত্তরা লাল রং দিয়ে লিখল ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’, জিডি করলেন সমন্বয়ক

Reporter Name

প্রথম বাংলা – বাড়ির দেয়ালে লাল রং দিয়ে লেখা ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’যাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়েছে, তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের কাজ করা মোহাইমিনুল ইসলাম। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তার বাড়ির দেয়ালে দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে যায়। এ অবস্থায় আতঙ্কে আছে তার পরিবার।

এ নিয়ে মঙ্গলবার(২১ জানুয়ারি)রাত আটটার দিকে থানায় এক টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোহাইমিনুল ইসলাম ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আবদুল মোতালিবের ছেলে।বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ঈশ্বরগঞ্জ এলাকায় সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করছেন।

মোহাইমিনুল ইসলাম বলেন,‘আমাদের প্রতিবেশী এক চাচা মারা যাওয়ায় রাত একটার দিকে ঘুমাতে যাই।ধারণা করছি, ভোররা তের কোনো একসময় লাল রং দিয়ে হুমকি দেওয়া কথাগুলো লিখে গেছে দুর্বৃত্তরা। চাচার জানাজা শেষে জিডি করতে যেতে দেরি হয়েছে।’তিনি আরও বলেন,ঘটনার পর পরিবারের সবাই উদ্বিগ্ন বিষয়টি নিয়ে সবাই ভয়ে আছেন।

একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলাশাখার সদস্য মো. আকাশ মিয়াকে (২৫) ৭ জানুয়ারি মুঠোফোনেহত্যা র হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আকাশ মিয়া ৮ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি জিডি করেন। আকাশ মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. নাজমুজ্জামানের ছেলে। তবে আজ বিষয়টি সামনে এসেছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিনিধি আকাশকে হত্যার হুমকির পর এখন আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নের ঈশ্বরগঞ্জ উপজেলায় নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্র প্রতিনিধি মোহাইমিনুলের বাসার দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হলো। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,দেয়ালে হুমকির কথা লিখে যাওয়ার বিষয়টির সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজেদের মতো করে বিষয়টির তদন্ত শুরু করেছে। এ ছাড়া মুঠোফোনে হুমকির ঘটনায় থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতে এই ঘটনার তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সেটির তদন্ত শুরু হবে।
সুত্র, The Daily Campus



Our Like Page
Developed by: BD IT HOST