প্রথম বাংলা – ময়মনসিংহ পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমি হীন সমবায় সমিতি পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উন্মে সালমা,এ সময় সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন পাশা বিভাগীয় কমিশনারকে দুলদুল ক্যাম্প পরিদর্শনে সহযোগীতা করেন।তিনি বলেন ২০১৪ সালে সরকার স্বীকৃত ভূমিহীন পাটগুদাম দুলদুল ক্যাম্প সমবায় সমিতি।তারা যে ভূমিহীন এ বিষয়ে সরকারী কাগজ পত্রও দেখান তারা সরকার ও স্হানীয় প্রশাসন কর্তৃক কাঙ্খিত কোন সহযোগীতা পাচ্ছেন না।
ময়মনসিংহ ভূমিহীন থাকা অবস্হায় কি ভাবে ভূমিহীন মুক্ত হলো এমন প্রশ্ন করেন বিভাগীয় কমিশনারের কাছেআবুল পাশা বলেন স্বাধীনতা পূর্ব এখানে একটি পাটের গোদাম ছিলো।জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মন সিংহ রেলস্টেশনে এসেছিলেন তখন তৎকালীন ময়মন সিংহ জেলা প্রশাসক তিনি অলিখিত ভাবে ৬০ টি পরিবার কে অবাঙ্গালীদের সাথে বসবাস করার সুযোগ করে দিয়ে ছিলেন।পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার স্বর্ণপদক প্রাপ্ত তারা স্হায়ী পূর্ণবাসন চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে দাবী জানিয়েছেন।