🇧🇩🇧🇩””স্বাধীনতার ডাক””
– এম কে বড়ুয়া।
দেশটাকে ভালবেসে যারা দিয়ে গেছে প্রাণ
মহান স্বাধীনতা দিবসে
সেই সকল বীরদের হাজার সালাম।
পঁচিশে মার্চ ঊনিশ শত একাত্তর হানাদার
পশ্চিম পাকিস্তানী নির্বিচারে করিয়াছে গুলি
নিরীহ বাঙ্গালী মা,বাবা,ভাই,বোনেরদের।
আজ থেকে আমার বাংলাদেশ স্বাধীন,
দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর
বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ও
বাংলাদেশের মাটি থেকে সবশেষে সৈন্য
উত্খাত করা এবং বিজয় অর্জন না হওয়া
পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার দেয় ঘোষণা।
বাঙালি শপথ নিল নিজ মাতৃভূমি করবে
হানাদার মুক্ত,মাতৃভূমি রক্ষায় শহীদ হল
কত নাম না জানা মা,বোন,ভাইয়েরা।
দুই লক্ষ মা বোনের সম্মান নিয়েছে কেড়ে
হানাদার পশ্চিম পাকিস্তানীরা,
বঙ্গবন্ধুও বীর মুক্তিযোদ্ধারা এবং বাংলার
সর্বস্তরের মেহনতি মানুষ,মা,ভাই, বোনেরা
জীবনের রক্তের বিনিময়ে প্রমাণ করেছে
মানবতার চেয়ে নেই কিছু জগতে
কোন কিছু মহিয়ান বাংলার বীর
মুক্তিযোদ্ধার বুকের তাজা রক্তে রঞ্জিত
স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা।
💤Good morning God bless you💤
এম কে বড়ুয়া।
সম্মানিত উপদেষ্টা
কবি বন্ধু সাহিত্য পাতা (কবসাপা) চট্টগ্রাম।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড।ঢাকা-১০০০