— মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি ।
বরগুনা সহ উপকূলীয় ১১ টি জেলায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়।পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, বাংলাদেশ উপকূল অতিক্রম করবে মঙ্গলবার।পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দিকে মুখ ঘোরাল ঘূর্ণিঝড় সিত্রাং, বড় আপডেট হাওয়া অফিসের।এবার এই নিয়ে বড় আপডেট দিল IMD।জানানো হয়েছে, “মঙ্গলবার বাংলাদেশে আছড় পড়তে পারে সাইক্লোন সিত্রাং।”
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে রোববারই (২৩ অক্টোবর) গভীর নিম্নচাপে পরিণত হয়। ঘূর্নঝড়টি শক্তি সঞ্চয় করে এটি এখন (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।এর নামকরণ করা হচ্ছে ‘সিত্রাং’।
মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পর তা উত্তর ও উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে তিনকোনা দ্বীপ ও সনদ্বীপের মধ্যদিয়ে এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬১০কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুলেটের গতিতে বাংলাদেশ ভারতের উপকূলের দিকে এগিয়ে ।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর দূরবর্তী সতর্কসংকেত (পুন:) এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।