মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেব ভোগ গ্রামের সালাম ও জামাল শেখের বসতবাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে ওই গ্রামের সুফল বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে রয়েছে পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্থ দুই ভাই সালাম ও জামাল শেখ জানান, প্রায় তিন বছর আগে দেবভোগ গ্রামের রাধাবলুভ বিশ্বাসসহ তার তিন ভাইয়ের কাছ থেকে এক একর ২৬ শতক জমি কেনেন তারা। নিয়মানুযায়ী জমি রেজিষ্টশন ও নামপত্তন সম্পন্ন হয়। তিন মাস আগে র ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করেছি লেন পরিবারের সদস্যরা। হঠাৎ করে রবিবার রাত রাধাবলুভের ভাইপো সুফল বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১৫জন তাদের বাড়িঘর ভাংচুর করে আগুন লাগিয় দেয়।
এ সময় একটি করে বসতঘর,রান্নাঘর ও বাথরুম সহ বাড়ির জিনিসপত্র ভাংচুর ও পুড়িয় দেয়া হয়ে ছে। কনকনে শীতের মধ্যে সালাম ও জামাল শেখের পরিবার থোলা আকাশের নিচে মানবতর জীবন যাপন করছেন।ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু বিচার চায়। সোমবার সকালে নড়াইল সদর থানায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আর ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমা ন জানান,বিষয়টি খোজ খবর নিয়ে আইনগত ব্যাব স্থা নেওয়া হবে।