সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি) কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা করে
ফেরার পথে প্রার্থীর দু’সন্তানকে মারপিঠও গাড়ি ভাংচুর।মানবিক অসাদাচরণ ওপ্রভাব বিস্তারের অভিযোগ করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
১৬ই মে ইং তারিখে আনুমানিক রাত ১০টা কুড়িগ্রাম জেলা র উপজেলা উলিপুরে নির্বাচনী প্রচারণে শেষে ফুটবল প্রতীক প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান মুশতারী রহমান চন্দনার দুই শিশু পূত্র অদিত্ব ও আরোর্ধ ক্ষুদায় কাতর হলে তারা উলিপুর ওকে হোটেলে খাবারের জন্য ঢুকেন।আর মাতা“মুশতারী রহমান চন্দনা মটরসাইকেল যোগে বাসায় চলে যান এবং,
দু’সন্তান কে নিয়ে তার সমর্থক গোষ্ঠী মোঃ মোরসালিন রহমান ড্রাইভার সহ নিকস্থ আত্বীয় ফারুখ হোসেন খাওয়া শেষে শিশু দু’সন্তান কে নিয়ে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের সামনে দাঁড়ানো গাড়ির সামনে আসতে পথিমধ্যে দু’জনকে আটক করেন, কলস প্রতীক মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী ও তার ছেলে ড্রাগন এবং তার গুন্ডা বাহিনীগণ।
জানা যায়,
ফুটবল প্রতীক মুশতারী রহমানের ড্রাইভারকে মারপিট করেন এবং গাড়ি ভাংচুর সহ বেশ কিছু পোস্টাল ছিঁড়ে ছুটে ফেলেন।পরে উলিপুর থানা ভারপ্রাপ্ত ইনচার্জকে খবর দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
এ নিয়ে
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ও জেলার ম্যাজিষ্ট্রেট সকলের সমন্বয়ে অনুমতিক্রমে১৬-০৫-২৪ইং তারিখে জেলা রিটার্নিং অফিসার বরাবর নিরাপত্তা চাহিয়া একখানা অভিযোগ দাখিল করেন।
তার সমর্থকগোষ্ঠীরা সংবাদ কর্মীকে বলেন,
উপজেলা সদরে বাড়ি হওয়ার কারণে তিনি এ প্রভাব বিস্তার করেছেন। এমন কি উপজেলায় আমার প্রচার প্রচারণাতেও বাধা দিচ্ছেন।
এমতবস্থায় আগামী ২১ মে নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে আমরা শঙ্কিত।
তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
তিনি প্রশাসনিক দপ্তরে তার অভিযোগ দাখিল করেছেন।