July 14, 2025, 3:30 am
শিরোনামঃ
চাঁদার টাকাসহ বিএনপি নেতাকে হাতেনাতে ধরল সেনাবাহিনী রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে যৌথঅভিযান: গ্রেফতার ৮ আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রার্থীর দু’সন্তানকে মারপিঠ রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ

Reporter Name

সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি) কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা করে
ফেরার পথে প্রার্থীর দু’সন্তানকে মারপিঠও গাড়ি ভাংচুর।মানবিক অসাদাচরণ ওপ্রভাব বিস্তারের অভিযোগ করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

১৬ই মে ইং তারিখে আনুমানিক রাত ১০টা কুড়িগ্রাম জেলা র উপজেলা উলিপুরে নির্বাচনী প্রচারণে শেষে ফুটবল প্রতীক প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান মুশতারী রহমান চন্দনার দুই শিশু পূত্র অদিত্ব ও আরোর্ধ ক্ষুদায় কাতর হলে তারা উলিপুর ওকে হোটেলে খাবারের জন্য ঢুকেন।আর মাতামুশতারী রহমান চন্দনা মটরসাইকেল যোগে বাসায় চলে যান এবং,
দু’সন্তান কে নিয়ে তার সমর্থক গোষ্ঠী মোঃ মোরসালিন রহমান ড্রাইভার সহ নিকস্থ আত্বীয় ফারুখ হোসেন খাওয়া শেষে শিশু দু’সন্তান কে নিয়ে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজের সামনে দাঁড়ানো গাড়ির সামনে আসতে পথিমধ্যে দু’জনকে আটক করেন, কলস প্রতীক মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী ও তার ছেলে ড্রাগন এবং তার গুন্ডা বাহিনীগণ।
জানা যায়,

ফুটবল প্রতীক মুশতারী রহমানের ড্রাইভারকে মারপিট করেন এবং গাড়ি ভাংচুর সহ বেশ কিছু পোস্টাল ছিঁড়ে ছুটে ফেলেন।পরে উলিপুর থানা ভারপ্রাপ্ত ইনচার্জকে খবর দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
এ নিয়ে
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ও জেলার ম্যাজিষ্ট্রেট সকলের সমন্বয়ে অনুমতিক্রমে১৬-০৫-২৪ইং তারিখে জেলা রিটার্নিং অফিসার বরাবর নিরাপত্তা চাহিয়া একখানা অভিযোগ দাখিল করেন।

তার সমর্থকগোষ্ঠীরা সংবাদ কর্মীকে বলেন,
উপজেলা সদরে বাড়ি হওয়ার কারণে তিনি এ প্রভাব বিস্তার করেছেন। এমন কি উপজেলায় আমার প্রচার প্রচারণাতেও বাধা দিচ্ছেন।

এমতবস্থায় আগামী ২১ মে নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে আমরা শঙ্কিত।
তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
তিনি প্রশাসনিক দপ্তরে তার অভিযোগ দাখিল করেছেন।

  1. শতাধিক ভোটাররা বলেন,
    পেশীশক্তির জোড়ে আমার মনোনীত ব্যাক্তিকে ভোট প্রদান হতে বঞ্চিত করার পায়তারা করলেও ২১ তারিখ আমরা ভোট কেন্দ্রে গিয়ে
    আমাদের মনোনীত প্রার্থী ফুটবল মার্কাকে ভোট প্রদানে জয়ী করে আনবো ইনশাআল্লাহ



Our Like Page
Developed by: BD IT HOST