মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
পরকীয়া প্রেমের জেরে অবৈধ মেলামেশা। অবশেষে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসির স্ত্রী। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়ায়।এগার বছরের ৪র্থ শ্রেনীতে পড়ুয়া শিশু সন্তান আনাচকে সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিক জহির শেখ ( ৪৫) এর সঙ্গে প্রবাসি স্বামীকে ফেলে পালিয়েছে মোঃ রোমানা খানম।
১৫ বছর আগে ইসলামিক সৈরিয়ত মোতাবেক
লোহাগড়ার লক্ষিপাশা আদর্শপাড়ার ছেলে আলমগীরের সাথে বিয়ে হয় মোসা: রোমানা খানমের । সুখের সংসারে পুত্র সন্তানের ও জন্ম হয়। আলমীর প্রবাসে থাকায় পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন রোমানা। খানম। শুরু হয় অবাধ মেলামেশা। স্থানীয়রা এক বার ধরে বেধড়ক মারপিট করেন এই পরকীয়া প্রেমিক জহির শেখকে। খবর পেয়ে প্রবাস থেকে বাড়ি আসতে চায় আলমগীর। স্বামী বাড়ি আসার খবর পেয়ে তড়িঘড়ি করে প্রেমিক জহিরের হাত ধরেই তিনি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকা বাসী জানান, গত সতেরো/আঠারো দিন আগে পরিবারের সবার চোখ ফাকি দিয়ে তারা পালিয়ে গেছেন। তবে তাদের পরকিয়ার বিষয়টি জানাজানি হয় বেশ কিছু দিন আগে।
প্রবাসি আলমগীর হোসেন জানান, গত ১৫ বছর আগে তার স্ত্রী রোমানা খানম এর সঙ্গে একই জেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হান্নাান মোল্যার মেয়ের সঙ্গে বিবাহ হয়। আমার ছেলে আনাস (১১) সহ নগদ ১০লক্ষ টাকা সোনা গহনা ১০ভরি (মূল্য ৮লক্ষ ৪০ হাজার টাকা) অন্যান্য মালামাল সহ সর্বমোট ক্ষতির পরিমাণ ২৮লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে বের হয়। এ ঘটনায় গত ১৭ অক্টোবর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রোরামের মানার বাবা হান্নান শেখ বলেন, মেয়েকে আলমগীর সাথে বিয়ে দিয়েছিলাম ।শুনেছি সে কার সাথে চলে গেছে। কোথায় গেছে আমি জানি না।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন- এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।